চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ও খাষপুকুরিয়া এই দুই ইউনিয়নে হতদরিদ্র নারীদের জন্য বিশেষ ভিজিডি (ভিডব্লিউবি) কর্মসূচির উপকারভোগী নির্বাচন কার্যক্রম উন্মুক্ত পদ্ধতিতে শুরু হয়েছে।
সোমবার (৩০ জুন) সকালে উপজেলা যাচাই-বাছাই কমিটির আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আশার আলো নিয়ে প্রার্থীরা অংশ নিতে উপস্থিত হন।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও যাচাই-বাছাই কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
উপকারভোগীদের স্বচ্ছ ও ন্যায্য নির্বাচন প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, সমবায় অফিসার উজ্জ্বল ভূঁইয়া, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধর, পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা এবং আনসার ও ভিডিপির প্রশিক্ষক আবদুল মান্নান মৃধা।
স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে খাষকাউলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু ও খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, ইউপি সচিব হাফিজুর রহমান এবং ইউনিয়নের সকল ওয়ার্ড সদস্যরা উপস্থিত থেকে নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করেন।
ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, সরকারের নির্দিষ্ট নির্দেশনা অনুসারে সরাসরি সাক্ষাৎ ও যাচাইয়ের মাধ্যমে উপকারভোগী বাছাই করা হচ্ছে, যাতে প্রকৃত অসহায় ও দরিদ্র নারীরাই এই সুবিধা পান। তিনি আরো বলেন, “কোনো উপকারভোগী যদি মিথ্যা তথ্য প্রদান বা অসদুপায়ে নির্বাচিত হন, পরবর্তীতে তা প্রমাণিত হলে তাকে তালিকা থেকে বাদ দেওয়া হবে।”
নির্বাচিত উপকারভোগীরা আগামী দুই বছর ধরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন।
এই কর্মসূচির মাধ্যমে এলাকার হতদরিদ্র নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের আত্মনির্ভরশীল করে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ – জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।