—বিএম ফরিদ আহমেদ। হাইমচর উপজেলা প্রতিনিধি।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত হাইমচর উপজেলার শিক্ষার্থীদের ছাত্র ও সমাজকল্যাণমূলক সংগঠন ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের ‘ঈদ পুনর্মিলনী ও ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি নাজমুল আল-হোসেনের ব্যবস্থাপনায় সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি বুলবুল ইসমাইল।
পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর উপদেষ্টা জনাব মাহবুব-উল-আলম, সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার জনাব অমিত রায়।
বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম খলিল শামীম, নির্বাহী পরিষদ সদস্য জিল্লুর রহমান জুয়েল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া চাঁদপুরের (ডিডি), হাইমচর উপজেলা ভূমি কমিশনার, ও হাইমচর থানা অফিসার ইনচার্জ জনাব শাহ আলম। দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রুহুল আমীন। খেলার উদ্বোধন ও বিভিন্ন সেশনে উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদ সদস্য লোকমান হোসেন, মোহাম্মদ কামাল হোসাইন, সাবেক সভাপতি সরদার মোহাম্মদ সোহেল, জিয়াউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো: নুরে আলম, সাবেক সভাপতি মো: এনামুল হক, সাবেক সহ সভাপতি শরীফ হোসেন সরদার, শুভানুধ্যায়ী মো: রহমত উল্লাহ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন আমি এই সংগঠন এর সাথে পূর্বে থেকেই সংযুক্ত, শিক্ষা সংক্রান্ত অথবা যেকোন প্রয়োজনে সহযোগিতা সব সময় থাকবে ও উপস্থিত সংগঠনের শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন। সভাপতির বক্তব্যকালীন সময়ে তিনিও একইভাবে আলোচনা রাখেন ও অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে কয়েকটি টিমের মধ্যে টিম পাবলিকিয়ান ও টিম সাত কলেজ ফাইনালে উঠে ১-০ গোলে এগিয়ে টিম পাবলিকিয়ান চ্যাম্পিয়ন হয়।
অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।