মো ইয়াকুব আলী তালুকদারের
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ব ঘোষণা অনুযায়ী জুলাই কর্মসূচির অংশ হিসেবে জুলাই আগষ্টের গণ-অভ্যুত্থানের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ০১ লা জুলাই রোজ মঙ্গলবার বাদ আসর কালিয়াকৈর উপজেলার মৌচাক বাস স্ট্যান্ড সংলগ্ন এমএ সিদ্দিক (ছাপড়া) জামে মসজিদ এবং মৌচাক বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলার আমির জনাব মো বেলাল হোসেন সরকারের সভাপতিত্বে এবং মো শহীদ হোসেনের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর -০১(কালিয়াকৈর) আসনে এমপি পদপ্রার্থী এবং সাবেক সচিব জনাব মো শাহ আলম বকশি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার আমির জনাব মো শফি উদ্দিন। আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার সেক্রেটারি জনাব মো মুজাহিদুল ইসলাম। জনাব মো এরশাদুল ইসলাম। জনাব মো জাকারিয়া হোসেন। এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার অসংখ্য নেতাকর্মী এবং উপজেলার অসংখ্য জনসাধারণ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ এসময় তাদের বক্তব্যে বিগত পতিত সৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন গুম খুন ও লুটপাটসহ সকল অপকর্মের কথা তুলে ধরেন।
জুলাই আগষ্টের গণ-অভ্যুত্থানের আন্দোলন ছাত্র জনতা এবং তৌহিদী মুসলিম জনতার উপর অত্যাচার,হত্যা,গুম,খুন এবং নির্বিচারে গুলি ও হামলার কথা তুলে ধরেন।
জুলাই আগষ্টের গণ-অভ্যুত্থানের আন্দোলন ছাত্র জনতার আত্মা ত্যাগ ও তাদের অবদান ভুলে যাওয়ার নয়। তাদের পরিবারের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছিল আছে এবং আগামীতেও থাকবে ইনশা আল্লাহ।
তারপর এমপি পদপ্রার্থী জনাব মো শাহ আলম বকশি সংলিপ্ত গণসংযোগ করেন এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলার আমির জনাব মো বেলাল হোসেন সরকারের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।