কবীর আহমেদ
জামালপুর প্রতিনিধি
আগামী ৫ জুলাই জামালপুরের সরিষাবাড়ী পৌর বিএনপির সম্মেলনকে ঘিরে প্রার্থী বাছাই প্রক্রিয়া বেশ জমে উঠেছে। এ সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক ও সাবেক যুবনেতা সেলিম রেজা।
পৌরসভার ধানাটা গ্রামের বাসিন্দা সেলিম রেজা পেশায় একজন ব্যবসায়ী। জীবিকার প্রয়োজনে তিনি দীর্ঘ সাত বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটান। দেশে ফিরে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন। বিশেষ করে বর্তমান সরকারের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানসহ জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে আয়োজিত নানা কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সেলিম রেজা পৌর ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং দুঃসময়ে মাঠে ছিলেন সাহসিকতার সাথে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে যুক্ত হন।
দলের জন্য তার ত্যাগও কম নয়। আওয়ামী লীগ শাসনামলে তার বিরুদ্ধে অন্তত ১৫টি রাজনৈতিক মামলা দায়ের করা হয়। পৌর নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ফয়জুল কবির তালুকদার শাহিনের পক্ষে কাজ করায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর অনুসারীদের হামলায় তিনি গুরুতর আহত হন। এমনকি চিকিৎসা নিতে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও তাকে হামলার শিকার হতে হয়। এরপর এলাকা ছেড়ে তাকে দীর্ঘদিন পালিয়ে থাকতে হয়েছিল।
প্রবাস জীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়া অর্থসম্পদ মামলাজট ও রাজনৈতিক প্রতিহিংসায় হারাতে হয় সেলিম রেজাকে। মামলার খরচ মেটাতে গিয়ে তিনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
পারিবারিকভাবে বিএনপির সঙ্গে সম্পৃক্ত সেলিম রেজা। তার বাবা মরহুম চান মিয়া ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির দীর্ঘদিনের সদস্য। রাজনৈতিক অঙ্গনে এই পরিবারটি সবসময়ই দলনিষ্ঠ হিসেবে পরিচিত।
সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা প্রসঙ্গে সেলিম রেজা বলেন, “পদ-পদবি আমার মূল উদ্দেশ্য নয়। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দলকে সুসংগঠিত করাই আমার লক্ষ্য। আমি দলের জন্য সবকিছু দিতে প্রস্তুত।”
তিনি জানান, নির্বাচিত হলে পৌর বিএনপিকে আরও সুসংগঠিত করতে এবং ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে কাজ করবেন নিরলসভাবে।