মোঃ হাসান বিশেষ প্রতিনিধি রায়পুর।
৪নং সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ চরবগা সামছুদ্দীন পাটওয়ারী বাড়ির ৩ টি পরিবারের ৩ টি ঘর পুড়ে ছাই। মাওলানা আবুল খায়ের,মো: নুর নবী ও মো: দুলালের তিনটি পরিবারেরই একটি সুতাও অবশিষ্ট রইলো না।
আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সার্বিক খোঁজ-খবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়পুর উপজেলা শাখার সম্মানিত সহকারি সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৪ সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবুল কাশেম ভাই। তিনি শোক সন্ত্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ নং সোনাপুর ইউনিয়নের আমীর জনাব মাস্টার ইদ্রিস মিয়া, ৪ নং সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব কাজী মোহাম্মদ আবুল হাসান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৪ নং সোনাপুর ইউনিয়নের সেক্রেটারি ইকবাল পরশ, যুব বিভাগ ৪ নং সোনাপুর ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম, রেয়ার মডেল দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা নূর হোসাইন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।