মোঃফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি লালমনিরহাট।
লালমনিরহাট থানা পুলিশ কর্তৃক লালমনিরহাট জেলা সদর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোর মাদকাসক্ত ওয়ারেন্টভুক্ত আসামি সহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে।অদ্য ৩০/০৬/২০২৫ খ্রিঃ এবং ০১/০৭/২০২৫ খ্রিঃ তারিখ লালমনিরহাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচাল না করে বিভিন্ন অপরাধে অপরাধী মোট ১৯(উনিশ) জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।
বর্ণিত ধৃত মোট (১৯) উনিশ জন আসামীদের মধ্যে ০৮ (আট) জন চোর ০২ (দুই) জন ওয়ারেন্টভুক্ত আসামী, ০১ (এক) জন নারী ও শিশু মামলার আসামী ও মাদকসেবী ০৭ (সাত) জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় এবং মাদকসেবী ০১ (এক) জন’কে মোবাইল কোর্টের মাধ্যমে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
মাদককে না বলি সুন্দর সমাজ গড়ি পুলিশ তথ্য দিয়ে সহযোগিতা করি।