ভাংগা(ফরিদপুর) সংবাদদাতা: জোবায়ের রহমান
আজ ০৩/০৭/২৫ ইং রোজ বৃ্হস্পতিবার ফরিদপুরের ভাংগায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করা হয়।
ফরিদপুর -৪ আসনের বিএনপি এর মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী জনাব শহিদুল ইসলাম বাবুল এর নির্দেশে,
ভাংগা উপজেলা শাখা ছাত্রদল ও পৌর শাখা ছাত্রদলের উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মাঝে কলম,ফাইল,পেনসিল ও রাবার বিতরন করা হয়। পরিক্ষা কেন্দ্রের বাহিরে অপেক্ষায় থাকা সকল পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফরিদপুর জেলা শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রিদয় মুন্সি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভাংগা উপজেলা শাখার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম তুষার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ও ভাংগা পৌরসভা শাখা ছাত্রদলের ছাত্র নেতা সালমান মুন্সি সহ স্থানীয় ছাত্রদল এর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি ভাংগা উপজেলা শাখা ও পৌর শাখার পক্ষ থেকে উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র ও অভিভাবকদের খাবার পানি ও স্যালাইন বিতরন করি,, আমাদের এই কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা শহীদ জিয়া আদর্শ মেনে সকলের পাশে থেকে কাজ করে যাবো।