মো: জিহাদ হোসেন
বিশেষ প্রতিনিধি চাঁদপুর।
মতলব উত্তর উপজেলার টরকী গ্রামে মারামারি বিষয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের জৈনিক আহসান উদ্দিন সরকার দুলাল তার প্রতিবেশী মোঃ ফরিদ মিয়ার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ফরিদ মিয়া হয়রানির স্বীকার হচ্ছেন বলে জানান তিনি।
ফরিদ উদ্দিন বলেন, আহসান উদ্দিন সরকার দুলাল আমার বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমার টরকী মৌজায় ৫৬০৮ দাগে ৬ শতাংশ জায়গার বিএস রেকর্ড ভুল থাকায় বিগত দিন ওই জমি তিনি ভোগ দখল করেছেন। কিন্তু আমি আমার সঠিক কাগজপত্র দাখিল করে ল্যান্ড সার্ভে আদালতে মামলা দায়ের করি। মামলা নং ৫৬৭/১৮, গত ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর ওই মামলার রায় আমার পক্ষে আসে এবং উপজেলা ভূমি অফিস থেকে আমি বিএস সংশোধন মূলে নামজারি (২৫-১৮৮৫) করি চলতি বছরের জানুয়ারী মাসে। এরপর থেকে আমি উক্ত ৬ শতাংশ ভূমি ভোগদখল করে আসছি। কিন্তু গত কয়েকদিন আগে আমার বিরুদ্ধে মারামার ঘটনা সাজিয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন আহসান উদ্দিন সরকার দুলাল। আমার সকল কাগজপত্র বৈধ। তিনি কিছু দিন পর পর আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। আমি প্রশাসনের কাছে তদন্ত পুর্বক সুষ্ঠু বিচার চাই।
স্থানীয় মানিক বেপারী, রুহুল আমিন, আঃ সালাম মিয়াজী ও ফেরদৌস সরকার বলেন, বিগত দিনে জমি নিয়ে ফরিদ মিয়া ও দুলাল সরকারের মধ্যে কোন মারামারির ঘটনা ঘটে নি। যে অভিযোগ থানায় দিয়েছে তা মিথ্যা। ফরিদ মিয়া মামলার রায় পেয়েছেন, তার সকল কাগজপত্র বৈধ।
এদিকে দুলাল সরকারের সাথে কথা বলার চেষ্টা করলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, অভিযোগ পাওয়ার বিবাদী ফরিদ মিয়ার সকল কাগজপত্র দেখেছি। কিন্তু বাদী দুলাল সরকার এখনো কোন কাগজপত্র দেখাতে পারেন নি। তবে বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে হলে বুঝা যাবে কার কি অবস্থা।