মো.এমরুল ইসলাম
মনোহরদী(নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে ভোক্তা অধিকার এর অভিযানে দুইটি দোকান মালিককে জরিমানা প্রদান করা হয়েছে।
বুধবার(২ জুলাই)দুপুরে উপজেলার মনোহরদী বাজারে”ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের”সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান এর নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রির জন্য সংরক্ষণ করিয়া রাখাতে”রসের মিষ্টি “নামক দোকান মালিককে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” এর ৫১ ধারায় ৫০০০/ টাকা,নিম্নমানের কসমেটিক্স সামগ্রী বিক্রির জন্য সংরক্ষণ করে রাখাতে মা কসমেটিক নামক দোকান মালিক কে”ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” এর ৪৫ ধারায় ১০০০/- টাকা সর্বমোট= ৬০০০/টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় অভিযান সহযোগিতায় ছিলেন স্যানেটারী ইন্সপেক্টর
মো.শাহনেওয়াজ,নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃমোবারক হোসেন ও নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স।