মোঃ রাসেল উপজেলা প্রতিনিধি
বান্দরবান পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আর্মি পাড়ায় অবস্থিত বিএনপির জিয়া স্মৃতি সংসদ অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার (১৪ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৩টার দিকে একদল দুর্বৃত্তরা লাঠিসোটা নিয়ে হঠাৎ করে অফিসটিতে হামলা চালায়। এ সময় তারা অফিসের আসবাবপত্র, টেলিভিশন, জানালার কাচসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে।
বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, এ হামলার পেছনে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন বলেন, এটি একটি পরিকল্পিত হামলা। আওয়ামী লীগের নেতাকর্মীরাই এ ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রশাসনের কাছে ভাঙচুর ও হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।