মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলংগা) আসনে চারবারের সাবেক সফল সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদারের জানাজা নামাজ আজ ১৯ জুলাই শনিবার আনুমানিক সময় সকাল ১০ঃ০০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রবীণ এই নেতাকে শেষ বারের মতো দেখার জন্য হাজার হাজার নেতাকর্মী ও নিজ নির্বাচনী এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
আব্দুল মান্নান তালুকদার নিজ এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। সিরাজগঞ্জ অঞ্চলে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। তিনি জনসেবার মহান লক্ষ্য নিয়ে রাজনীতি করতেন এবং সংসদ সদস্য থাকাকালীন নিজ এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক অবদান রাখেন। তিনি সংসদ সদস্য থাকাকালীন নিজ নির্বাচনী এলাকায় অসংখ্য স্কুল, কলেজ, রাস্তা, ব্রীজ, কালভার্ট, বিদ্যুৎ, কৃষি, সরকারী অফিসের উন্নয়ন করেন এবং জনসাধারণের সুখে দুঃখে সব সময় পাশে ছিলেন। প্রবীণ এই নেতার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সিরাজগঞ্জ জেলাবাসী একজন প্রবীণ অভিভাবক ও একজন রত্নকে হারালেন!
এসময় উপস্থিত সকল নেতাকর্মী এবং জনসাধারণ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।