মোঃ খসরুজ্জামান কবীর
মধ্যনগর ( সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের অন্তর্গত রামদিঘা গ্রামে পিংকনের বাড়ি পিংকনের বাবা অখিল চন্দ্র সরকার একজন হতদরিদ্র কৃষক পিংকন পেশাই একজন গার্মেন্টস কর্মী ছিলেন। বিগত ৫ মাস আগে অসুস্থ হয়ে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার দুটি কিডনি বিকল হওয়ার কথা বলে।
বর্তমানে পিংকন ময়মনসিংহে বেসরকারি একটি ক্লিনিকে ভর্তি আছেন।
টাকার অভাবে বর্তমানে পিংকনের চিকিৎসা বন্ধ।
গত ৫ মাসে চিকিৎসার খরছ বহন করতে গিয়ে পিংকনের বাবা অখিল চন্দ্র সরকারের সহায় সম্পত্তি যা ছিল সব বিক্রি করে দিয়েছে বর্তমানে পিংকনের বাবার ভিটে বাড়ী ছাড়া আর কিছুই নাই।
পিংকনের কিডনি প্রতিস্থাপনের জন্য পিংকনের বাবা অখিল চন্দ্র সরকার সমাজের বিত্তবান এবং সমাজ সেবক ও আত্মীয় স্বজনদের এগিয়ে আসার জন্য অনুরোধ করছেন।
পিংকনের বাবা অখিল চন্দ্র সরকার
মোবাইল: 01736463110