ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ জোবায়ের রহমান।
আজ(২১-০৭-২৫) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে মিম আক্তার (১৮) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) সকালে শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিম আক্তার ব্রাহ্মণপাড়া
গ্রামের সৌদি প্রবাসী হৃদয় গাজীর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে , প্রায় দেড় বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে মিম আক্তার ও সৌদি প্রবাসী হৃদয় গাজীর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী হৃদয় গাজী দেশে ফিরে আসেননি।
গৃহবধু মিম আক্তারের শ্বশুর ঢাকায় থাকেন এবং শাশুড়ি কিছুদিন আগে চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছেন। এই সময় এই অবস্থায় বাড়িতে আর কেউ ছিল না।
মিম আক্তার রোববার আনুমানিক রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে প্রতিবেশী ননদের মেয়ে আনিসাকে সাথে নিয়ে নিজ ঘড়ে, নিজ বিছানায় ঘুমিয়ে পড়েন । সোমবার ভোরে আনিসা ঘুম থেকে উঠে মামীকে ঘরের আড়ার সঙ্গে ওড়নার পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে চিৎকার করতে থাকলে, আশপাশের লোকজন আনিসার চিৎকার শুনে ছুটে আসেন এবং দেখেন যে মীম আক্তারের দেহ ঝুলন্ত অবস্থায় আছে,, পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি ভাঙ্গা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিম আক্তারের লাশ উদ্ধার করে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদুজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গৃহবধু মীম আক্তারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।