কবীর আহমেদ
জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম খোকার মেয়ে সেলিনা পারভীন কাকলীকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ।
বুধবার (২৩ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত মহিলা আওয়ামী লীগ নেত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এর আগে মঙ্গলবার (২২ জুলাই) রাতে জামালপুর পৌর শহরের স্টেশন রোড এলাকার নিজ বাড়ি থেকে কাকলীকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সেলিনা পারভীন কাকলীকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
সেলিনা পারভীন কাকলী জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তার বাবা শফিকুল ইসলাম খোকার জামালপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সরব অবস্থান নিয়ে ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।