মোঃফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি লালমনিরহাট।
লালমনিরহাট থানার অভিযানে মাদকদ্রব্য গাঁজা ০১ কেজি , সহ ১২ জন গ্রেফতার।
পুলিশ সুপার, লালমনিরহাট জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয় এর দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযান করাকালে ইং ২৪/০৭/২০২৫ তারিখ জিআর -০৬ জন ,সিআর- ০২ জন, পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ০১ জন, নিয়মিত মামলায় -০১ জন বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মোবাইল র্কোটে ০১জনকে ১৫ দিনেরে সাজা, ও রিমান্ড শেষে ০১জন কে লালমনিরহাট হাজত খানায় প্রেরণ করা ইয়াছে।
লালমনিরহাট থানাধীন ২নং কুলাঘাট ইউনিয়নে সাকোয়া মৌজাস্থ হবির মোড় পাকা রাস্তার উপর যানবাহন চেকিং ডিউটি করাকালীন মোঃ রনি মিয়া (২১), পিতা- মোঃ আজিজুল হক, সাং-ফুলতলা (গোপিনাতপুর), থানা- ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহ, বাংলাদেশের শরীরে পেটের সহিত সাদা কস্টেপ দ্বারা পেচানো বিশেষ কায়দায় রক্ষিত মোট ০১(এক) কেজি মাদকদ্রব্য গাঁজ পাইয়ান আসামীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানার এফআইআর নং-৫২, জিআর-৪২৫, তারিখ- ২৪ জুলাই ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হইয়াছে।
পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন সুন্দর সমাজ গড়ি।