মোঃফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি লালমনিরহাট।
লালমনিরহাট থানা পুলিশ কর্তৃক অদ্য ইং ২৫/০৭/২০২৫ খ্রিঃ তারিখ লালমনিরহাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে অপরাধী মোট – ০৮ (আট) জন আসামীকে গ্রেফতার।
বর্ণিত ধৃত মোট- ০৮ (আট) জন আসামীর মধ্যে ০৫ (পাঁচ) জন জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামী, পুলিশ আইনের ৩৪ ধারায় ০২ জন, লালমনিরহাট সদর থানার এফআইআর নং-০২, তারিখ- ০২ জানুয়ারি, ২০২৫; জি আর নং-০২, তারিখ- ০২ জানুয়ারি, ২০২৫; সময়- ০০:১০ ঘটিকা, ধারা- 143/448/427/380/385/436/114/506(2)/34 পেনাল কোড, 1860;(রাজনৈতিক) মামলা ০১ জন। গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।