–বিএম ফরিদ আহমেদ । হাইমচর উপজেলা প্রতিনিধি।
২৩/০৭/২৫ ইং রোজ বুধবার হাইমচর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীগণ ।হাইমচরের প্রাণকেন্দ্র আলগীবাজার সোনালী ব্যাংকের নীচ তলায় গড়ে তোলেন প্রতারক মাহবুবের রিমটার্চ নামে এক সুধি প্রতিষ্ঠান। এখানে গ্রামের দুস্থ অসহায় গরিব লোক কে লোনের নামে করতেন সুদ বাণিজ্য অটোরিকশা ২০% সুদে গ্রাহককে দিতেন সৌর বিদ্যুৎ সহ দৈনিক জমা রাখতেন হাজার হাজার টাকা সমিতির নামে করতেন জালিয়াতি এই ব্যবসা ১০ -১৫ বছর চালিয়ে যান গ্রাহকদের কাছে এককালীন ৫ লক্ষ টাকা ১০ লক্ষ টাকা নিয়ে আর খোজ খবর
রাখতেননা মাহবুব এমনিভাবে করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন এই প্রতারক মাহবুব তার রয়েছে সেবা ডায়াগনস্টিক, রিমটার্চ, অ্যাম্বুলেন্স,বিভিন্ন নামে সাখা ব্যংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান হাইমচর থেকে উধাও হয়ে এখন চাঁদপুর জেলায় এসি রুম এসি গাড়িতে বিলাসিতার শেষ নেই প্রতারক মাহবুবের। তার নামে রয়েছে হাইমচর থানা সহ চাঁদপুর জেলা জজআদালতে একাধিক মামলা গ্রাহকরা ভুক্তভোগীরা পাচ্ছেন না কোন সুষ্ঠু সমাধান এখন নতুন করে এনসিপির চাঁদপুর জেলার জেলা নেতা হিসেবে পরিচিত মাহবুব তার কাছে এখন ভুক্তভোগীরা কোন পাওনা টাকার জন্য গেলে এনসিপি বড় নেতা হিসেবে কাউকেই পাত্তা দিচ্ছেন না বরঞ্চ হুমকি-ধমকি দিচ্ছেন কোটি কোটি টাকার অভিযোগ অস্বীকার করেন। অবিলম্বে তাকে আইনের আওতায় এনে বিচারের দাবী করেন সংবাদ সম্মেলনে ভোক্তবোগী পরিবার এবং হাইমচরের জনগন।