---বিএম ফরিদ আহমেদ। হাইমচর উপজেলা প্রতিনিধি।
অদ্য রোজ শনিবার সকাল ১০ টায়, চাঁদপুর হাইমচর উপজেলায় পদ্ম জ্বলে চলমান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রমাণ্য চিত্রসহ প্রদর্শনী অনুষ্ঠান ও এক আলোচনা সভা পরিচালিত হয়।
উক্ত জুলাইয়ের প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, স্বরূপ মহুরী সহকারী কমিশনার (ভূমি) । এবং ফেরদাউস আক্তার উপজেলা সমাজ সেবা অফিসার। রক্তাক্ত জুলাই নিয়ে বক্তব্য রাখেন জনাব, মোঃহাফিজুররহমান ( বাংলাদেশ জামায়াতে ইসলামি ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের সম্মানিত আমির) বক্তব্য রাখেন জনাব, মাজহারুল ইসলাম পাটোয়ারী (সম্মানিত, সেক্রেটারি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।)
মোখলেছুর রহমান, মুকুল ( এনসিপি নেতা হাইমচর উপজেলা)
জনাব, হারুন অররশিদ সাহেব ( যুগ্ন আহ্বায়ক বি,এন,পি) প্রমুখ বক্তারা বক্তব্যে বলেন এই জুলাই কে খাটো করে দেখা যাবে না অসম্মান করা যাবেনা হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে গড়া রক্তাক্ত জুলাইকে ধরে রাখতে হবে প্রত্যেক জুলাইয়ের শহীদের পরিবারকে মুল্যায়ন সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করতেহবে চাঁদাবাজী সহ বিভিন্ন অন্যায়কে রুখে দিতেহবে জুলাইকে পূর্নজাগরনীকরে পেসিস্ট মুক্ত সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় উন্নত রাস্ট্রে পরিনত করার শপথ নিয়েই জুলাইয়ের বিভিন্ন চিত্র প্রদর্শনী দেখানোর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।