নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে জয়দেবপুর থানার অফিসার ইনচাজ (তদন্ত) আঃ রব সাহেবের ছেলে চৌধুরী নাবিল আরাফাত ২০২৩ সালে জিপিএ ৫ পেয়ে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক ( আইজিপি) থেকে পুরস্কার গ্রহন করেন তিনি। তার উজ্জল ভবিষ্যৎ ও শিক্ষা জীবন আর সুন্দর সাফল্যময় হোক এই কামনা ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সৎ যোগ্য ও নির্ভীক পুলিশ অফিসার আঃ রব সাহেব।
চৌধুরী নাবিল আরাফাত একজন মেধাবী ছাত্র, পড়াশোনার প্রতি রয়েছে তার দৃঢ়তা, উজ্জল ভবিষ্যৎ নিয়ে অগ্রসর হচ্ছে নাবিল আরাফাত, জীবনের প্রতিটি মুহূর্তে
রয়েছে শিক্ষা আহরণের প্রাণবন্ত চেষ্টা, আর শিক্ষা গুরুজনদের প্রতি রয়েছে অকৃত্রিম শ্রদ্ধা ও সহপাঠীদের সাথে আছে ভালোবাসার চির বন্ধুত্বের সম্পর্ক। এ সব মিলিয়ে চৌধুরী নাবিল আরাফাত যেন এযুগের এক শিক্ষা পিপাশুর নিদর্শন বালক।
তার এই সুন্দর ও আলোকিত জীবনে আর বেশি বেশি সাফল্য ভয়ে আনার প্রত্যাশা রেখে তার দীর্ঘায়ু কামনা করেন পরিবার, আত্নীয়, বন্ধু ও শুভানুধ্যায়ীরা।