---বিএম ফরিদ আহমেদ হাইমচর উপজেলা প্রতিনিধি।
গতকাল রোজ রবিবার বেলা ৪ টায় অনুস্ঠিত। রায়ের বাজারে, মরহুম নূরে আলম (মনা) ভূঁইয়া গোল্ড কাপ মিনি টুর্নামেন্ট এ পূর্ব ভিঙ্গুলিয়া ইয়াংস্টার একাদশ ( টিম ম্যানেজমেন্ট নাজমুল হাসান, বাবু)
বনাম ফ্রেন্ড সার্কেল বুলেট একাদশ খেলাটি পরিচালিত হয়। উক্ত টুর্নামেন্টে পূর্বভিঙ্গুলিয়া ইয়াং স্টার একাদশ ফ্রেন্ড সার্কেল বুলেটকে ৩-০ গোলে হারিয়ে উল্লাসে ফেটেউঠে হাজার দর্শক সহ বিজয়ী পক্ষ। বিজয়ীরা প্রায় ৩৫ টি হোন্ডা, ২ টি হাইচগাড়ি, ৮-১০ টি অটো সহ জনতার বহরনিয়ে খেলায় অংশগ্রহণে আলোচিতহয়েউঠেছে হাইমচরের গনমাধ্যম সহ সর্বস্তরে।