1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আরএনসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে এক শিক্ষার্থীর দ্বারা লাঞ্ছিত করার ঘটনায় ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ী-মাদারগঞ্জ সড়কের রৌহা বাজার এলাকায় প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেয়।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বরাতে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের আরএনসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির অনিয়মিত শিক্ষার্থী ইউসুফ আলীকে রোববার দুপুরে পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থী প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে তাকে মারধর করেন। প্রধান শিক্ষকের চিৎকারে সহকারী শিক্ষকরা ছুটে এলে ইউসুফ পালিয়ে যায়।

এই ঘটনা দ্রুত শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে। পরদিন সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ শুরু করে এবং রৌহা বাজার এলাকায় দুপুর ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।

বিক্ষোভ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, লাঞ্ছিত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আরইউটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার সাহা, আদ্রা আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সুমন মিয়া ও সোহাগ মিয়া, এবং দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ ও মুন্নি আক্তার।

দশম শ্রেণির ছাত্রী মুন্নি আক্তার বলেন, “আমাদের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় আমরা ক্লাস বর্জন করে প্রতিবাদ জানিয়েছি।”

প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থী ইউসুফকে শুধুমাত্র উপদেশ দিয়েছিলাম। কিন্তু সে আমাকে মারধর করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিন জানান, “ঘটনাটি ফেসবুকের মাধ্যমে জানতে পেরে আমি উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজারকে তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্ত অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট