মোঃফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি লালমনিরহাট।
লালমনিরহাটে তিস্তার পানি, হু করে বাড়ছে।গতকাল ২৯জুলাই ২০২৫ইং রাত ৮ টার তথ্য অনুযায়ী তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো পানি
আজকে ৩০জুলাই ২০২৫ ইং সকাল ৮টার মধ্যে পানি বেড়ে বিপদ সিমার ৮সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা পানি
উজানের ঢল আর টানা বৃষ্টির কারনে নিমিষেই বাড়ছে পানির স্রত তাতেই প্লাবিতো হচ্ছে নিম্নাঞ্চল
লালমনিরহাট এর খুনিয়াগাছ,, হারাগাছ, আনন্দ বাজার সহ ১৫টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে,,
২৯জুলাই ২০২৫ ইং পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলল্যে সংসিলিস্ট কর্মকর্তা বলেন বন্যা প্লাবিত হবার কোন আশংকা নাই কিন্তু সময়ে সাথে সাথে পানি বাড়ায় আতঙ্কে নিম্নাঞ্চল এর মানুষ।
এলাকা বাসির দাবী দ্রুত পানি নিস্ক্রিয় করে, দ্রুত পরিবেশ স্বাভাবিক করার দাবী জানিয়েছেন।