কবীর আহমেদ
জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে জামায়াত মনোনিত এমপি প্রার্থী আলহাজ্ব এড মাওঃ মোহাম্মাদ আব্দুল আওয়াল মঙ্গলবার (২৯ জুলাই) বাদ আসর গণসংযোগ করেন।
তিনি স্থানীয় ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ নিয়ে ইউনিয়নের বিন্যাফৈর ও মালিপাড়া এলাকার বিভিন্ন দোকানপাট, রাস্তাঘাট ও বাজারে জনসাধারনের মাঝে জামায়াতে ইসলামী’র দাওয়াত পৌছে দেন এবং জাতীয় নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতকে জয়যুক্ত করার আহ্বান জানান। গণসংযোগকালে বিন্যাফৈর বাজারে পথসভায় জনসাধারনের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
এতে তিনি বলেন, “দেশের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় সৎ, আল্লাহ ভীরু নেতৃত্বের বিকল্প নাই। যিনি আল্লাহকে ভয় করেন, তিনি কখনো দুর্নীতিতে জড়াতে পারে না। ইতিপূর্বে জামায়াতের ২ জন মন্ত্রী তা প্রমাণ করে গেছেন। সামনে জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে কখনো দুর্নীতিতে জড়াবে না।”
এতে উপস্থিত ছিলেন উপজেলা আমীর ইন্জিঃ মাসুদুর রহমান দুলাল, পোগলদিঘা ইউনিয়ন আমীর মাওঃ সুরুজ্জামান খান, সেক্রেটারী মাওঃ আনোয়ার হোসেন, কর্মপরিষদ সদস্য মাওঃ মোঃ আক্তারুজ্জামান, মাওঃ হাবিবুর রহমান ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।