গোপালগঞ্জ প্রতিনিধি: ইমন খলিফা
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মশাল মিছিল” সমাবেশ ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে গোপালগঞ্জ গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
আজ (৩০ আগস্ট) শনিবার সন্ধ্যা ৭টায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয় থেকে একটি মশাল মিছিল বের করে। মিছিলটি গোপালগঞ্জ পুলিশ লাইন্স মোড়ে গিয়ে শেষ করে এবং সেখানে টায়ারে আগুন ধরিয়ে মহাসড়কে অবরোধ সৃষ্টি করে।
মহাসড়ক অবরোধ করে এসময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আলামিন শেখ ও যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা।
পেরাই পনের মিনিট সড়ক অবরোধ শেষে নেতাকর্মীরা তাদের অবরোধ তুলে নেয়।