মো: হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের নয় কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর তিনবীর লংগদু জোনের অভিযানে ২১০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ঢুকবে—এমন গোপন তথ্যের ভিত্তিতে লংগদু জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদের নির্দেশে মারিশ্যা–দিঘিনালা সড়কের নয় কিলোমিটার জুম্ববি আদাম এলাকায় দুরছড়ি সাব-জোন কমান্ডার মেজর রিফাতের নেতৃত্বে একটি বিশেষ দল অবস্থান নেয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর আশপাশে তল্লাশি চালানো হলে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সিগারেট ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া সিগারেট উদ্ধার করতে সক্ষম হয় সেনাবাহিনী।
জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা। সেনাবাহিনী আরও জানায়, এর আগেও গত এক সপ্তাহের মধ্যে বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় ৪০০ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করে।
সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং চিহ্নিত চোরাকারবারিদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলেও সেনা কর্তৃপক্ষ জানিয়েছে।