মোঃফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি, লালমনিরহাট
লালমনিরহাট সদর হাসপাতালের ২২ চিকিৎসক পদ শূন্য, নানা সংকটে চিকিৎসা সেবা
উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাট জেলার ৫টি উপজেলার প্রায় ১৬ লক্ষ মানুষের চিকিৎসার একমাত্র ভরসার স্হল লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি। ১ শত শয্যা থেকে লালমনিরহাট ২ শত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে উন্নীতকরণ করা হলেও সেবার মান এখনও বাড়েনি বলে অভিযোগ ভুক্তভোগী রোগীদের।
রোগীদের দুর্ভোগ কমাতে ২০১৭ সালে নভেম্বর মাসে প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে লালমনিরহাট ২ শত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। যা ২০২৩ সালে প্রাথমিকভাবে ভবনের কাজ শেষ হয়। এখন পর্যন্ত জনবল ও আধুনিক যন্ত্রপাতির সংকট রয়েছে।এবং আধুনিকতা থাকলেও সাধরন জনগন পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে।মিলছে না কোন প্রকার সাস্থ্য সেবা দুই জেলার মানুষের এই সদর হাসপাতাল তাদের ভরসা।ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের।