মোঃ শাহেদ উদ্দিন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি তানজিদ উদ্দিন, হাতিয়া উপজেলার যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ আরিফ খান, সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আয়াত উদ্দিন, আজিম উদ্দিন, বিক্ষোভ সমাবেশে বক্তারা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিবৃতিতে গণঅধিকার পরিষদ হাতিয়া শাখার নেতারা অনতিবিলম্বে সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, নুরুল হক নূরের উপর যেভাবে নৃশংস কায়দায় হামলা করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তা অপরাধের পর্যায়ে পড়ে। আমরা নুর সহ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করি। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।