চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শালদাইড় গ্রাম থেকে উপজেলা সদরে যাতায়াতের সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। বর্ষা মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত হওয়ায় মানুষের চলাচলে কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক শত স্কুল কলেজের শিক্ষার্থীসহ সকল পেশাজীবি মানুষ চলাচল করে থাকে। বছরের পর বছর এই রাস্তাটি সংস্কার না করায় অবস্থা অপরিবর্তিত রয়েছে, বর্ষা মৌসুমে এটি মানুষের চলাচলে আরও বেশী কষ্টদায়ক হয়ে ওঠে। হাঁটু পর্যন্ত কাদা আর জলাবদ্ধতায় স্থানীয়দের চলাচলে কষ্ট সাধ্য হয়ে পড়েছে।
গ্রামের বাসিন্দাদের অভিযোগ রাস্তাটি মেরামত করার জন্য একাধিকবার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে লিখিত আবেদন দেওয়ার পর এখনও রাস্তাটি সংস্কার করা হয়নি।
বর্ষার মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত কারনে চলাচলে অনিরাপদ হয়ে ওঠে। অনেক সময় চিকিৎসার প্রয়োজনে রোগী বহনকারী অ্যাম্বুল্যান্স কিংবা অটোরিকশা ভ্যান পর্যন্ত আসতে পারে না।
আশেপাশের তিনটি গ্রামের কৃষকরা প্রতি দিন শাক সবজি নিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন, কর্দমাক্ত কাচা রাস্তায় কৃষি পণ্য বহন কারী অটোরিকশা ভ্যান না আশার কারনে সস্তায় বিক্রি করতে হয় উৎপাদিত শাঁক সবজি।
স্থানীয়রা জানান, তারা দীর্ঘদিন ধরে পাকা সড়ক নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনকে একাধিক আবেদন করার পরও রাস্তাটি সংস্কার করা হয়নি, পাকা সড়ক নির্মাণ তাদের জন্য শুধু চলাচলের সুবিধা দিবে না, বরং এটি শিক্ষা, চিকিৎসা ও অর্থনীতির ক্ষেত্রে উন্নতি আনবে।
তারা আশা করছেন, সরকার ও স্থানীয় প্রশাসন শিগগিরই তাদের দাবি পূরণ করবে এবং শালদাইড় গ্রাম পাবে একটি নিরাপদ, টেকসই সড়ক, যা তাদের জীবনে আনবে উন্নয়ন ও স্বস্তি এবং উর্ধতন কর্তৃপক্ষ যেন অতি দ্রুত এই কাঁচা রাস্তাটি সংস্কার করে দেয় এটাই এলাকাবাসী দাবি।
ভাঙ্গাবাড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম তুহিন বলেন, বৃষ্টি রাস্তাটি কর্দমাক্ত হয়ে এলাকার মানুষের চলাচলে খুবই কষ্টকর রাস্তাটি পাকা করনের জন্য ইতিমধ্যে এলজিডিতে রেজিষ্ট্রেশন করতে আবেদন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক উপজেলা আইসিটি অফিসার ইমান আলী বলেন,আমি দায়িত্ব পাওয়ার পর কোন রাস্তা সংস্থারের লিখিত আবেদন পাইনি, তবে লিখিত আবেদন পেলে রাস্তাটি মেরামত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।