গোপালগঞ্জ প্রতিনিধিঃ ইমন খলিফা
গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার রাঁধাগঞ্জ ইউনিয়নের রাজিন্দরপাড় গ্রামে বাইতুন নুর জামে মসজিদের নির্মাণ কাজ অর্থের অভাবে বন্ধ হয়ে আছে।
২০২৪ সালের অক্টোবর মাসের শেষের দিকে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। এরই মধ্যে ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। তবে এখনো ফ্লোর নির্মাণ, ওয়াল গাঁথনি ও অন্যান্য কাজ বাকি রয়েছে। ছাদ ঢালাই হওয়ার পর থেকেই অর্থের সংকট দেখা দেয়ায় মসজিদটির নির্মাণকাজ থমকে গেছে।
বর্তমানে মসজিদে নামাজের জায়গা সংকট চরম আকার ধারণ করেছে। বিশেষ করে জুমার দিনে মুসল্লিদের ভিড়ে মসজিদের ভেতরে জায়গা না পেয়ে অনেককে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয়। বৃষ্টি হলে ভিজে নামাজ পড়তে হচ্ছে মুসল্লিদের।
এদিকে নির্মাণ কাজের জন্য আগে থেকে আনা ইট, বালি, সিমেন্টসহ বিভিন্ন সামগ্রী দীর্ঘদিন ফেলে রাখা থাকায় ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এতে শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, নতুন করে কাজ শুরু করতেও আরও বেশি অর্থের প্রয়োজন হবে।
রাজিন্দরপাড় একটি ছোট গ্রাম। এখানে অল্প কয়েকটি পরিবার বসবাস করে এবং কোনো বিত্তবান ব্যক্তি না থাকায় স্থানীয়ভাবে বড় অঙ্কের অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ কারণে দীর্ঘদিন ধরে আল্লাহর ঘর নির্মাণ কাজ বন্ধ হয়ে পড়ে আছে।
মসজিদ কমিটি `দৈনিক নিরপেক্ষ ও দৈনিক জাগ্রত সংবাদ কে জানিয়েছেন, যারা দান করতে ইচ্ছুক তারা সরাসরি মসজিদ কমিটির সভাপতি বা সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়াতে পারেন।
এলাকাবাসীর আশা, মানবতার কল্যাণে সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে দ্রুতই আল্লাহর ঘর সম্পূর্ণ হবে এবং গ্রামের মুসল্লিদের জন্য নামাজ আদায়ের স্থায়ী ব্যবস্থা নিশ্চিত হবে।