চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।
যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে তীব্র স্রোতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শহর রক্ষা বাঁধের অংশ বিশেষ ধসে গেছে। সোমবার ভোরের দিকে উপজেলার জনতা স্কুল সংলগ্ন চৌদ্দ রশি এলাকায় প্রায় ৩৫ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।
উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিরিক্ত পানির চাপে নদীর স্রোত আরও তীব্র হয়ে ওঠে। এর ফলে ১০৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত চৌহালী শহর রক্ষা বাঁধের চৌদ্দ রশি অংশ ভেঙে যায়।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সোলায়মান ভূইয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। দ্রুত ধস রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হবে। তিনি বলেন, “আগামী কয়েক দিনের মধ্যেই ভাঙনকবলিত অংশ সংস্কার সম্পন্ন করা হবে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান জানান, পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে চৌদ্দ রশি এলাকার বাঁধের জিওব্যাগ ও ব্লক নদীতে তলিয়ে গেছে। তিনি আরও বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ও টিউব ফেলে ভাঙন রোধে কার্যক্রম শুরু করবে।”
এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিলেও স্থানীয় প্রশাসনের আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে।