বিএম ফরিদ আহমেদ হাইমচর উপজেলা প্রতিনিধি।
১ লা সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ১০ টা থেকে হাইমচরের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়নের জাতীয়তাবাদী বিএনপির বিভিন্ন অঙ সংগঠনের সমর্থক, কর্মী দের ভিড়ে জনসমুদ্রে পরিনত হয়। ১১ টায় চাঁদপুরসদর হাইমচর ০৩ আসনের ধানের শীষ মার্কা নিয়ে এম,পি পদপ্রার্থী জনাব, শেখফরিদ মানিক সাহেবের আগমনে হাইমচর উপজেলা বিএনপি সভাপতি জনাব, আমিনবেপারী, এবং হাইমচর উপজেলা বিএনপির সম্মানিত, সেক্রেটারি জনাব, মাজহারুল ইসলাম সফিক পাটোয়ারীর নেতৃত্বে শুরু হয় ধানের শীষ, মার্কা মানিক ভাই এর আগমন শুভেচ্ছার স্বাগতম, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী সফল হঔক বিভিন্ন শ্লোগকনে প্রকম্পিত করেছে হাইমচর সদর আলগীবাজার ।