নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে এক আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর বুধবার সকালে ১২টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠে নেতাকর্মীরা সমবেত হতে থাকে। নাগরপুর উপজেলা বিএনপির’র সন্মানিত সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রবিউল আউয়াল লাভলু কয়েক হাজার নেতাকর্মী নিয়ে কলেজ মাঠে দলীয় বিজয় র্যালিতে যোগ দেন।
নাগরপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে র্যালিটি নাগরপুর সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় দলীয় কার্যালয়ে এক আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সন্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু, শরিফউদ্দিন আরজু সহ অনেকেই।