মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের পিপুল বাড়ীয়া বাজারে সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে এবং একজনের মৃত্যু হয় ।
আজ ০৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ ঘটিকার সময় সিরাজগঞ্জের পিপুল বাড়ীয়া বাজারে সিএনজি ও অটোরিকশার সাথে সংঘর্ষ লেগে ঘটনাস্থালেই একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ঘোড়া চড়া গ্রামের বাসিন্দা বেলাল হোসেন মাস্টার। এমন মর্মান্তিক দূর্ঘটনায় বেলাল হোসেন মাস্টারের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান অটোরিকশার সাথে সিএনজি লেগে পিপুল বাড়ীয়া বাজারে এই দূর্ঘটনা ঘটে । অটো থেকে পড়ে গিয়ে সিএনজির চাকার নিচে পড়ে বেলাল হোসেন মাস্টারের মাথার মস্তক বের হয়ে যায় এবং ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তার। স্থানীয়রা জানান এখানে দূর্ঘটনা নিয়মিত ঘটে চলেছে । মেইন রাস্তা সংলগ্ন বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষের জনসমাগম হয়। অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় চলাচল করে। কিন্তু নেই কোন স্পিড ব্রেকার। সেই সাথে বেপরোয়া গাড়ীর গতি এবং ট্রাফিক না থাকায় নিয়মিত দূর্ঘটনা ঘটেই চলছে । তারা খুব দ্রুত বাজারের দুই পাশে স্পিড ব্রেকার এবং ট্রাফিকের দাবি জানান।
দূর্ঘটনায় বেলাল হোসেন মাস্টারের মৃত্যুর খবর শোনার সাথে সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিরাজগঞ্জ ০১ (কাজীপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মো শাহিনুর আলম স্থানীয় নেতাকর্মী সঙ্গে নিয়ে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃত বেলাল হোসেনের পরিবারের প্রতি সমবেদনা জানান।