মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের সাধারণ মুসলমানদের উপর ইজরাইলের নৃশংস গণহত্যা ও অবৈধ দখলদারিত্বে গাজার সাধারণ মানুষের জীবন আজ ধ্বংস প্রায়। বিশ্ব মানবতা লংঘন করে ইজরাইলী সৈন্য বাহিনী মুসলমান ধ্বংসে অবিরাম গণহত্যা চালাচ্ছে। খাদ্য, বস্র, বাসস্থানের অভাবে জীবন্ত লাশ হয়ে উঠছে। বর্বর এই হামলা ও হত্যা কান্ড বিশ্ব মানবতাকে হাড় মানিয়েছে।
আজ ০৫ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ০৫ ঘটিকায় গাজীপুরের সফিপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে গাজায় নৃশংস গণহত্যা ও অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি সফিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে ফ্লাই ওভার ব্রীজের নিচে সমবেত হয়ে সমাবেশ করেছে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের গাজীপুর মহানগরীর সভাপতি মো মাহমুদুল হাসান। গাজীপুর মহানগরীর প্রচার সম্পাদক মো মাওলানা যুবায়ের হোসেন। গাজীপুর মহানগরীর সমাজ কল্যাণ সম্পাদক ক্বারী মো আনোয়ার হোসেন। কালিয়াকৈর উপজেলার বাংলাদেশ যুব মজলিসের সভাপতি হাফেজ মো জামাল উদ্দিন। এছাড়াও গাজীপুর মহানগরী ও কালিয়াকৈর উপজেলার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ জনগণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন অবিলম্বে ফিলিস্তিনের মুসলিম গণহত্যা বন্ধ করতে হবে এবং ইজরায়েলের অবৈধ আগ্রাসন বন্ধ করতে হবে। গাজাবাসীর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। জাতি সংঘকে এর কঠিন জবাব দিতে হবে। তারা বিশ্ব মুসলিম তৌহিদ জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। অনতিবিলম্বে গাজায় নৃশংস গণহত্যা ও অবৈধ আগ্রাসন বন্ধ না হলে কঠোর আন্দোলন এবং কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।