নিজাম লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলা গজারিয়া ইউনিয়ন পরিষদের উত্তর পাশে মিদ্দা কান্দি দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ২ কিলো রাস্তার সংস্কার করা হয়নি। এই এলাকার বাসিন্দা রাসেল মিয়া বলেন আমরা অবহেলিত বঞ্চিত দীর্ঘদিন এ রাস্তাটি সংস্থার করা হয়নি যার কারণে এলাকার জনগণ চরম ভোগান্তি সৃষ্টি হয় । একটু বৃষ্টি হলে রাস্তাটিতে হাঁটু পরিমাণ পানি এবং বড় বড় গর্ত সৃষ্টি হয় যার কারণে সাধারণ জনগণ ে চলাফেরা অনেক অসুবিধা হয়। এ রাস্তাটির সাথে সংশ্লিষ্ট রয়েছে একটি ইউনিয়ন পরিষদ একটি মসজিদ একটি বাজার গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় একটি প্রাইমারি স্কুল কোমলমতি শিশুদের তুলে যেতে অনেক অসুবিধা হয় তাই থএলাকাবাসীর দীর্ঘদি দাবি মিদ্দা কান্দি রাস্তাটি যেন দ্রুত ভাবে সংস্কার ও মেরামত করা হয় বিগত সরকারের আমলে রাস্তাটি সংস্কার করার কথা থাকলো বাস্তবে রূপ নেয়নি। এ রাস্তাটি দে প্রতিদিন শত শত লোক আসা যাওয়া করে