চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।
প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ)-এর জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর পাক দরবার শরীফ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে দরবার শরীফের ৩ নম্বর গেট থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে এনায়েতপুর কেজির মোড় প্রদক্ষিণ করে হাসপাতাল হয়ে পুনরায় দরবার শরীফ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় হাজারো ধর্মপ্রাণ মুসল্লি, আশেকান ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। এ সময় তারা শান-ও-শওকতের সাথে দোয়া-দরুদ, কালেমা ও নাতে রাসুল (সঃ) পাঠ করতে থাকেন। শোভাযাত্রা ঘিরে পুরো এলাকায় এক অনাবিল ধর্মীয় আবহ ও আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
অনুষ্ঠান শেষে দরবার শরীফে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশের কল্যাণ কামনা করা হয়।