গোপালগঞ্জ প্রতিনিধি: ইমন খলিফা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুলিশের অভিযানে মাদকসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গতকাল (৫ সেপ্টেম্বর) শুক্রবার দুপুর: ১২:৪৫ মিনিটে। ভাঙ্গারহাট নৌ তদন্ত পুলিশের (সদস্যরা) মাদকবিরোধী অভিযানে নামে অভিযান কালে কোটালীপাড়া উপজেলার উত্তর কোটালীপাড়ার পশ্চিম কান্দি গ্রাম থেকে দুই মাদক ব্যবসায়ী (২৫ পিস ইয়াবা) ও (২৫০ গ্রাম গাঁজা সহ) গ্রেফতার হয়।
গ্রেফতার হওয়া আসামিরা হলো দিঘলিয়া পশ্চিম বহরা বাড়ি গ্রামের" মোঃ দেলোয়ার খলিফার ছেলে ১.মোঃ রাজিব খলিফা (২৬) অন্যজন দিঘলিয়া পূর্ব বহরা বাড়ি গ্রামের" মোঃ জলিল খলিফার ছেলে ২.মোঃ ফরহাদ খলিফা (২৫)
পরবর্তীতে আসামিদের সামরিক সময়ের জন্য ভাঙ্গারহাট ফাঁড়িতে রাখা হলেও বিকেলে কোটালীপাড়া উপজেলা থানায় প্রদান করা হয়। কোটালীপাড়া থানা থেকে আজ তাদের মাদক বিরোধী আইনের মামলায় গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান" দৈনিক জাগ্রত সংবাদ কে" বলেন গ্রেফতার কৃত আসামিদের মাদক বিরোধী আইনে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আরো বলেন আমাদের মাদক বিরোধী ও (অনলাইন জুয়ার) মতো অভিযান উপজেলায় বরাবরের মতো অব্যাহত থাকবে।