—বিএম ফরিদ আহমেদ হাইমচর উপজেলা প্রতিনিধি।
৫ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ০৩ টায় রিয়াদহোসেনের সভাপতিত্বে, হাইমচর উপজেলা সাস্থকম্প্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয় লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । কে এম,আব্দুল্লাহ আল মামুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাইমচর চাঁদপুর।
বিশেষ অতিথি ছিলেন জিল্লুর রহমান জুয়েল। পল্লীসন্চয় ব্যংক চাঁদপুর জেলা সদরশাখা ব্যবস্থাপক। অনুষ্ঠানের যুগ্ন আহ্বায়ক সাংবাদিক জাহিদুলইসলাম সম্মাননা স্মারক গ্রহনকরেন । “রক্তদানে বাচবে প্রান ” এই স্লোগানকে অন্তরে ধারনকরে রক্তদানে সাধারন জনগন কে আরো উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন সংগঠনের পরিচালক মোঃ মনির হোসেন। তিনি এক ভিডিও বার্তায় সকলকে ব্লাডডোনেশনের ৫ বছর পুর্ন হওয়ার বিভিন্ন বিষয়াদির মধ্যে কোন ত্রুটি সংযোজন বিয়োজন থাকলে তা পরামর্শ দিয়ে সামনে এই জনসেবা মুলক সংগঠনকে আরোবেগবান করার আহ্বান জানান।