সম্পাদকীয়
পেইজবুক থেকে পেইক আইডির মিথ্যা তথ্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ
দৈনিক জাগ্রত সংবাদের হাইমচর উপজেলা প্রতিনিধি ফরিদ আহমেদের সংবাদ প্রচার সত্য এবং ন্যায়ের পক্ষে আছে, ছিল, থাকবে। তাই কিছু কুচক্রী মহল ফেসবুক আইডি “হাইমচর অনুসন্ধান ” নামীয় ফেক আইডি থেকে সাংবাদিক ফরিদ আহমেদকে মিথ্যা অপবাদ দিয়ে মান হানির চেষ্টা চালাচ্ছে। মূলত সাংবাদিক ফরিদ আহমেদ হাইমচর এর স্থায়ী বাসিন্দা বটে। হাইমচর আলগী বাজার সদরে ভূঁইয়া ইলেক্ট্রনিক্স নামে তার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। তিনি বিগত ১২ বছর সৌদি প্রবাসী ছিলেন। প্রায় ১৩ বছর ধরে দেশে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন। আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের সময় একই ধারায় একটি আওয়ামী পরিবার একাদিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন । আওয়ামী অত্যাচারী ঐ মহল পরিবারটি আবারো পেইজবুকে ভুয়া ফেক আইডি খুলে মিথ্যা ছড়াচ্ছে। যা হাইমচররে প্রায় সকল ব্যক্তি বর্গের জানা রয়েছে। প্রকাশ থাকে যে ফরিদ আহমেদ হাইমচর এর একাধিক মসজিদ-মাদ্রাসার পরিচালক, সদস্য এবং ইসলামী সংগঠনের সাথে জড়িত হয়ে সামাজিক কাজে অনেক অবদান রয়েছে তার। দৈনিক জাগ্রত সংবাদ এর পক্ষ থেকে মিথ্যা প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হাইমচর অনুসন্ধান নামীয় ফেক আইডিকে চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি। সেই সাথে জেলা প্রশাসক ( শিক্ষা ও আই সি টি ) এবং জেলা শ্পেশাল ব্রাঞ্চ ( ডি এস বি ) দৃস্টি আকর্ষন করছি। উপরুক্ত পেইজবুক পেইক আই ডি টির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ঢাকা আগারগাঁও তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরে সাইবার ক্রাইম অপরাধ বিভাগে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বিনীত অনুরোধ ক্রমে
সম্পাদক ও প্রকাশক
দৈনিক জাগ্রত সংবাদ