সম্পাদকীয় প্রতিবেদন
প্রিয় দেশবাসী, চাঁদপুর জেলা প্রশাসক ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রক বৃন্দ,
সম্প্রতি চাদঁপুর জেলার হাইমচর উপজেলা প্রতিনিধি জনাব মোঃ ফরিদ আহম্মেদের নাম উল্লেখ করে ও আমার জাতীয় দৈনিক জাগ্রত সংবাদ এর নাম ও লিংক ব্যবহার করে, “হাইমচর অনুসন্ধানী” নামে একটি পেইক পেইজবুক আইডি / পেইজ থেকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য উপনীতভাবে সংবাদ, তথ্য, নামে বেনামে বা উপজেলা প্রতিনিধি কে ইঙ্গিত করে অশালীন ভাষায় পোস্ট বা লিংক শেয়ার করে প্রতিনিয়ত প্রচার করে আসছে। যাহা দেশ জাতি ও সমাজের জন্য লজ্জা ও সম্মান হানিকর বলে আমি মনে করি, এবং তার পাশাপাশি তথ্য প্রযুক্তি ও সম্প্রচার কাজে মব সৃষ্টিকারী ও বটে। এরা সাইবার ক্রাইমের মাধ্যমে দেশে মব সৃষ্টি করা সহ অপপ্রচার, দেশ ও জাতি কে ভুল পথে পরিচালনা করা ও সমাজে বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করা মানুষকে ভুল পথে ধাবিত করা সহ রাষ্ট্রীয়ভাবে অপরাধ ও সন্ত্রাসী কার্যকলাপ সহ হত্যা কায্যে মানুষকে উৎসাহিত বা অনুধাপিত করা হলো এ সকল মিথ্যা ও পেইক পেইজবুক আইডি পরিচালনাকারীর মুল কাজ ও উদ্দেশ্য। এ ধরনের অপরাধীদের কে শক্ত ভাবে আইনি মাধ্যমে অতিব জরুরী ভিত্তিতে দমন করা বা আইনের আওতায় আনা একান্ত জরুরী বলে আমি মনে করি।
এছাড়াও আমার হাইমচর উপজেলা প্রতিনিধির জীবন বিপন্ন ও বটে, আমি হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ও হাইমচর থানা পুলিশ সহ অত্র উপজেলার সর্বস্তরের জনসাধারণের নিটক দৈনিক জাগ্রত সংবাদের হাইমচর উপজেলা প্রতিনিধি ফরিদ আহমেদের জীবনের নিরাপত্তা ও সম্মানহানির বিচার দাবি করছি, সেই সাথে এই ধরনের মব সৃষ্টকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি
আমি ও আমার দৈনিক জাগ্রত সংবাদ পরিবারের সকল উপজেলা ও জেলা প্রতিনিধিদের পক্ষ থেকে…..
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
সম্পাদক ও প্রকাশক দৈনিক জাগ্রত সংবাদ