–বিএম ফরিদ আহমেদ হাইমচর উপজেলা প্রতিনিধি।
গতকাল ০৮ সেপ্টেম্বর রোজ সোমবার সকাল প্রায় ১১.৩০ মিনিটে চাঁদপুর জেলার হাইমচর বাজার সোনালী ব্যাংক শাখা থেকে ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজারস্থ প্রবাসীর স্ত্রী ব্যাংকথেকে ৯৭ হাজার টাকা উক্তোলনকরেন দ্বিতীয় তলায় ব্যাংক থাকায় টাকা সঙ্গেনিয়ে নীচতলায় নেমেদেখেন প্রবাসী স্বামীর পাঠানো ৯৭ হাজার টাকা এবং মোবাইল সাইডব্যেগেনেই চিৎকার করে ও অনেক খোজাখুজি করে মিলেনি উধাও হয়েযাওয়া ৯৭ হাজারটকা ব্যাংক কতৃপক্ষের নজরে আসলে হাইমচর থানা প্রশাসন কে অবহিত করাহলে তাত্ক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাংকের নীচলা মার্কেটের ওয়াসরুম থেকে মোবাইল উদ্ধার হলেও মিলেনি ভোক্তবোগী দের ছিনতাই হওয়াটাকা। সোনালী ব্যাংকসহ এবং নীচ তলা পুরো মার্কেট সিসি ক্যমরায় বেস্টিত থাকা সত্যে ও ২ দিন অতিবাহিত হওয়ার পথে এখনো প্রবাসীর স্ত্রী ছিন্তাই হওয়া টাকার কোন ফুটেজ রেকর্ড পাচ্ছেনা বলে অভিযোগ করেন। এদিকে প্রত্যক্ষদর্শী প্রবীন ব্যবসায়ী বাবুল শাহ দাবীকরেন এই সোনালী ব্যাংকে একাধিক ছিনতাই এক ই পদ্ধতিতে হয়েযাচ্ছে প্রশাসন ততপর থাকলে ও মিলছেনা কোন প্রতিকার। তিনি আরো বলেন একাধিক মহিলা চক্র এইসব কাজ করেইযাচ্ছে এর সুস্ঠোসমাধানচান ভুক্ত ভুগিসহ হাইমচরের সাধারন জনগন।