মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার,
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-০১ (কালিয়াকৈর) আসনে এমপি পদপ্রার্থী মো শাহ আলম বকসি’র নিয়মিত ও অবিরাম নির্বাচনী প্রচারণা চলমান। প্রতিদিন তিনি গাজীপুর-০১ আসনের বিভিন্ন অঞ্চলে গণসংযোগে বেশ ব্যস্ত সময় পার করছেন।
০৭ সেপ্টেম্বর (রবিবার) তারই ধারাবাহিকতায় তার নির্বাচনী এলাকা বড়ই বাড়ী, চন্দ্রা, মৌচাক, সফিপুর, কোনাবাড়ী, হাবিবপুর, রতনপুরসহ বেশ কিছু এলাকায় গণসংযোগ করেন। তিনি অধীর আগ্রহে ও গুরুত্বের সাথে জনসাধারণের কথা শোনেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা শোনেন। নির্বাচিত হলে তাদের সমস্যা গুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবেন। গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর-০১ আসনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মো শাহ আলম বকসি’র এমন গণসংযোগ ও মতবিনিময়কে ভালো দিক বলে বিবেচনা করছেন এবং এতে জনসাধারণ বেশ খুশি হচ্ছেন।
গাজীপুর -০১ আসন থেকে মো শাহ আলম বকসিকে বিজয়ী করতে মো শাহ আলম বকসি ছাড়াও নিয়মিত প্রতিদিন প্রতিটি পাড়া, মহল্লা, গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নির্বাচনী গণসংযোগ ও প্রচার প্রচারণা করছেন। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাস্ট্র গঠনের জন্য সৎ ও যোগ্য ব্যক্তিকে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য বিজয়ী করতে হবে। সকল অন্যায় অপরাধ দূর করতে, মাদক মুক্ত সমাজ গঠনে, নিরাপত্তা নিশ্চিত ও মৌলিক অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাস্ট্র পরিচালনার জন্য দায়িত্ব দিতে হবে। তারা কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। দেশের উন্নয়ন ও সফলতায় সহযোগী হিসেবে এবং নতুন করে দেশকে বিনির্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করে রাস্ট্র পরিচালনা দায়িত্ব দিতে হবে। তবেই সমাজ ও রাস্ট্রে শান্তি ফিরে আসবে। তারা মনে করেন মো শাহ আলম বকসি গাজীপুর ০১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হবেন।