মোঃ শাহেদ উদ্দিন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
সকল ঈদের সেরা ঈদ, পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মিলাদ মাহফিল’২৫ পালিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে আহলে সুন্নাত ওয়াল জমা’আত, গাউছিয়া কমিটি বাংলাদেশ হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে ৭ তম জশনে জুলুস পালিত হয়।
এ সময় জশনে জুলুসে শত শত মানুষ পায়ে হেঁটে ও গাড়ি নিয়ে তাহেরিয়া শহীদিয়া সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানা জমায়েত হয়। পরে সেখান থেকে একটি রেলি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা জমায়েত হয়ে মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
এ সময় মিলাদ মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মদ মনির উদ্দিন আল কাদেরী, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, প্রধান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান রেজা আল কাদেরী, বিশেষ বক্তা মাওলানা ইলিয়াস।
মিলাদ মাহফিলে ব্যবস্থাপনায় ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামায়াত, হাতিয়া উপজেলা শাখা।