মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
বহুল আলোচিত ও আকাংখিত এবং অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন।
গতকাল ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ০৮ ঘটিকায় স্বতঃস্ফূর্তভাবপ ভোট গ্রহণ শুরু হয় এবং বড় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুন্দরভাবে ভোট গ্রহণ শেষ হয়। শুরু হয় ভোট গণনর পালা।
দীর্ঘ সময় ভোট গণনা চলতে থাকে কিন্তু শেষ হয়না অপেক্ষার পালা। অধীর আগ্রহে আর উদ্দীপনার সাথে প্রার্থী ও ভোটার এবং দেশবাসীর অপেক্ষা ফলাফলের আশায়। কখন দেয়া হবে ঘোষণা! কে হতে চলেছে ভিপি? কারা হতে চলেছে বিজয়ী? এমন প্রশ্ন আর আলোচনা সমালোচনার ঝড় চলতে থাকে ফেসবুক ইউটিউব পাড়ায়। কিছুক্ষণ পরেই হতে চলেছে ফলাফল ঘোষণা! এভাবেই চলে মধ্য রাত পর্যন্ত। অবশেষে শেষ রাতের দিকে শুরু হয় ফলাফল ঘোষণা।
ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে ফরহাদ বিজয়ী হন। শিবিরের " ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট " প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে মেধাবী শিক্ষার্থী মোছা সাবিকুন নাহার তামান্না ১০,০৮৪ ভোটের বিপুল সংখ্যা নিয়ে বিজয়ী হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষা বর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।তার ব্যালট নং ছিল ২০৪। স্বপ্নের ক্যাম্পাস গড়ার অঙ্গীকার, নারী শিক্ষা বান্ধব পরিবেশ ও হিজাব ফোবিয়া মুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করণ এবং নারী নিরাপত্তা শিক্ষা নিশ্চিত ব্যবস্থার স্বপ্ন নিয়ে তার নতুন পদযাত্রা শুরু করলেন।
মোছা সাবিকুন নাহার তামান্না গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মেয়ে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আমির মো বেলাল হোসেন সরকারের মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থার সভানেত্রী।