মোঃ শাহেদ উদ্দিন
স্টাফ রিপোর্টার
নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় গ্ৰাম আদালত সক্রিয়করণে স্থানীয় গণ্যমান্য ও নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে।
এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বাংলাদেশে গ্ৰাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়) এর উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় কর্মশালা পরিচালনা করেন হাতিয়া উপজেলা গ্ৰাম আদালত সমন্বয়কারী মোঃ আশ্রাফ উদ্দিন।
কর্মশালায় বক্তারা বলেন, গ্ৰামীণ জনগণের ন্যায় বিচার প্রাপ্তির অন্যতম মাধ্যম হলো গ্ৰাম আদালত। ছোটখাটো বিরোধ, পারিবারিক সমস্যা কিংবা সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্ব আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হলে দীর্ঘ সময় ও অর্থ ব্যায় হয়। অথচ গ্ৰাম আদালত ব্যবস্থাকে সক্রিয় করলে অল্প খরচে দ্রুত সময়ে এবং স্থানীয়ভাবে বিচারপ্রাপ্তির সম্ভব হয়।
মোঃ আলাউদ্দিন বলেন, গ্ৰাম আদালত বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রথম ধাপ। জনগণের দোরগোড়ায় ন্যায় বিচার পৌছে দিতে গ্ৰাম আদালত কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই শালিস বা অনানুষ্ঠানিক আলোচনার পরিবর্তে আইনি কাঠামোর মধ্যে থেকেই গ্ৰাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করা উচিত। তিনি স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশ্য আরো বলেন, আমরা চাই গ্ৰাম আদালতের প্রতি মানুষের আস্থা তৈরি হোক। এর মাধ্যমে সমাজের ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং অযথা মামলা - মোকদ্দমার ঝামেলা থেকে ও জনগণ মুক্তি পাবে।
অনুষ্ঠানে বক্তারা গ্ৰাম আদালতের কার্যক্রমকে আরো বেশি জনবান্ধব ও কার্যকর করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।