জেলা প্রতিনিধি, পাবনা
পাবনায় ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শেখ মুজিবের বক্তব্য মাইকে বাজানোর অভিযোগ মোস্তফা আলী খান ওরফে মোস্তবালি (৪৫) নামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে বনভোজনের আয়োজন করার অভিযোগ আনা হয়েছে
সোমবার (১৬ ই ডিসেম্বর) দুপুরে পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোস্তফা আলী খান চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের চয়েন আলী খানের ছেলে। তিনি চরতারাপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ও রয়েছেন তিনি
থানা পুলিশ সূত্রে জানা গেছে রোববার (১৫ ই ডিসেম্বর) রাতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইউনিয়নের টাটিপাড়া মুজিব বাঁধের উপর ৩০০-৪০০ আওয়ামী লীগ,যুব লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের জন্য খিচুড়ি রান্না করা হয়। সে খানে শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ বাজানো হয়। এবং নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক ও করেন তারা। এ ঘটনা এলাকায় জানা জানি হলে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই টের পেয়ে পালিয়ে যায় তারা
পরে সোমবার দুপুরের দিকে সদর থানা পুলিশের এসআই মোঃ ইব্রাহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে প্যানেল চেয়ারম্যান কে গ্রেফতার করা হয়
এ ব্যাপারে পাবনা সদর থানা পুলিশের পরিদর্শক ( অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন রাতে মাইকে শেখ মুজিবুর এর ভাষণ বাজানো হচ্ছিল। বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় প্রচার -প্রচারনা চালিয়েছে প্যানেল চেয়ারম্যান এর নেতৃত্বে। এমন অভিযোগের ভিত্তিতে আমরা তাকে আটক করি। এরপর তাকে বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে