1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সরিষাবাড়ীতে জামায়াত নেতার গণসংযোগ লালমনিরহাটে তিস্তা পানি বেড়ে যাওয়া ১৫ টি গ্রাম প্লাবিত। প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত। লালমনিরহাটে চুরি যাওয়া ২ টি অটোরিকশা উদ্ধার ও ০২ জন গ্রেফতার। মধ্যনগরে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পূর্ণজাগরণমালা ২০২৫ অনুষ্ঠিত উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গনসংযোগে ডাঃ আব্দুল বারী জামালপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে হাতিয়ায় বিজয় মিছিল সফল করতে প্রস্তুত সুখচর ইউনিয়ন বিএনপি হাতিয়ায় হরিণের মাংস সহ এক পাচারকারী আটক

৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ চেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

 

মো: ফজলুল হক মানিক
জেলা সদর লালমনিরহাট।

 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৭০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এজাজুল হক (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
গতকাল সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ন্যায় বিচার চেয়ে নিজে বাদি হয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা সামিনা বেওয়া। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের মৃত বক্তার আলীর স্ত্রী। অভিযুক্ত এজাজুল হক একই গ্রামের মৃত সাহের উদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃদ্ধা সামিনা বেওয়া গত ২৪ জানুয়ারি রাত ৮টার দিকে পাশে থাকা ভাইয়ের বাড়ি থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বৃদ্ধাকে একা চলতে দেখে প্রতিবেশী এজাজুল হক তাকে আটকে জড়িয়ে মুখ চেপে ধরে পাশ্ববর্তী নির্জন পুকুর পাড়ে নিয়ে যায়। এ সময় বৃদ্ধাকে বিবস্ত্র ও ধর্ষণের চেষ্টা করে। বৃদ্ধা সম্ভ্রম বাঁচাতে এজাজুলকে ছটকে ফেলে দৌড়ে পাশ্ববর্তী এক বাড়িতে আশ্রয় নেন। তাকে পুনরায় আটক করতে ওই বাড়ি পর্যন্ত ধাওয়া দিলে বাড়ির মালিককে দেখে পালিয়ে যান এজাজুল হক।
এ ঘটনায় স্থানীয় ভাবে বিচার প্রার্থী হলে একাধিক বৈঠক হলেও কোন সুরাহা না পেয়ে সোমবার রাতে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধা সামিনা বেওয়া। থানায় লিখিত অভিযোগ দেয়ায় এজাজুল ও তার পরিবার ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বিকেলে বৃদ্ধার বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে।
প্রতিবেশীরা এগিয়ে এলে রক্ষা পান বৃদ্ধা সামিনা। অভিযোগ তুলে না নিলে বৃদ্ধাকে বাড়ি ছাড়া করার হুমকি দিয়েছেন বলেও দাবি করেন। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত এজাজুল হক।
স্থানীয়দের দাবি, এজাজুল গ্রামের লম্পট প্রকৃতির মানুষ। ইতিপুর্বেও সে এমন ঘটনার ঘটিয়েছিল। তার বিরুদ্ধে কেউ ব্যবস্থা না নেয়ায় বেপরোয়া হয়ে উঠেছে এজাজুল।
এ বিষয়ে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট