1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সরিষাবাড়ীতে জামায়াত নেতার গণসংযোগ লালমনিরহাটে তিস্তা পানি বেড়ে যাওয়া ১৫ টি গ্রাম প্লাবিত। প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত। লালমনিরহাটে চুরি যাওয়া ২ টি অটোরিকশা উদ্ধার ও ০২ জন গ্রেফতার। মধ্যনগরে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পূর্ণজাগরণমালা ২০২৫ অনুষ্ঠিত উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গনসংযোগে ডাঃ আব্দুল বারী জামালপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে হাতিয়ায় বিজয় মিছিল সফল করতে প্রস্তুত সুখচর ইউনিয়ন বিএনপি হাতিয়ায় হরিণের মাংস সহ এক পাচারকারী আটক

অনুমোতি ছাড়াই কাটা হচ্ছে রেলওয়ের শতবর্ষী গাছ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

মো:ফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি।

দিনে-রাতে নিজের ইচ্ছা মত রেলওয়ের গাছ কেটে ফেলছেন কর্মকর্তারা। এতে মানা হচ্ছে না ন্যূনতম কোনো বিধি-ব্যবস্থা। অথচ, এসব গাছ, বিল্ডিং এবং অন্যান্য অবকাঠামো সবকিছুই ব্রিটিশ আমলের। একদিকে রেল অন্য দিকে বিমানবাহিনী এই দুই ভূমিতেই গড়ে উঠেছে পুরো শহর। আর এ কারণেই লালমনিরহাটকে রেলের শহর বলা হয়।
সাম্প্রতিক সময়ে রেলের বেশ কিছু গাছ কাটা হয়েছে কোনো টেন্ডার ছাড়াই। গাছ কাটার বিষয়ে বনবিভাগকে অবগত করতে হয় এবং নিতে হয় অনুমতি। বন বিভাগ সহ কয়েকটি দপ্তরের সিদ্ধান্তের ওপর নির্ভর করে গাছ কাটা যাবে কি যাবে না। কিন্তু রেলের গাছ কাটার বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি বন বিভাগকে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায় বলেন, গাছ কাটার বিষয়টি সম্পূর্ণ ভাবে বন বিভাগ দেখে। তারাই এ বিষয়ে ভালো বলতে পারবে।
জেলা বন বিভাগের কর্মকর্তা আনিছুর রহমান বলেন, গাছ কাটার বিষয়ে রেল বিভাগ থেকে কোনো কিছু কখনোই জানানো হয়নি।
রেলের বিভাগীয় প্রকৌশলী (ডি এন) নাজিব কায়শার তার বাংলোতে গাছ কেটেছেন। পর পর তাকে কয়েকদিন অফিসে পাওয়া যায়নি। মুঠোফোনে কথা বলতে গিয়ে গাছ কাটার প্রসংগ আসতেই তিনি ‘ব্যাস্ত আছি, পরে কথা বলবো’ বলে ফোন কেটে দেন। এরপর টানা দুদিন কোনো ফোন রিসিভ করেননি।
লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার আব্দুস সালামও ফোন ধরেননি দুইদিন।
অভিযোগ আছে, রেলের এই কর্মকর্তা স্থানীয় কিছু লোকজনকে ম্যানেজ করেই এসব করছেন। এ বিষয়ে তার চেম্বারে কথা হয়। চেম্বারে ধারণ করা ভিডিওতে তার বক্তব্য উঠে আসে। আমার বাংলোতে প্রবেশ করেন কী করে এমন প্রশ্ন ছুড়ে তিনি বলেন, আমি গাছ কাটিনি। গাছের পাতা পড়ে ছাদ নষ্ট হচ্ছিলো। ডাল কাটতে গিয়ে গাছ কেটে ফেলেছে।
একাধিক গাছ দফায় দফায় কাটা, টেন্ডার, কর্তৃপক্ষের অনুমতিপত্র, বন বিভাগের ছাড়পত্র এমন কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারেননি এই বিভাগীয় প্রকৌশলী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট