মোঃরাসেল উপজেলা প্রতিনিধি লামা
ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বান্দরবানে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আইনজীবী ও আদালত সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার দুপুরে সাদেক হোসেন চৌধুরী আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বান্দরবান আদালতের পুলিশ কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ দাস বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার মামলায় আদালত আসামির জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী শহীদুল ইসলাম বলেন, “দুই-একজনকে গ্রেপ্তার করলেই হবে না, ফ্যাসিস্ট সরকারের বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। অনেকেই কৌশলে জামিন নিয়ে বেরিয়ে যাচ্ছে, যা দুঃখজনক।