কবীর আহমেদ
সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুরের সরিষাবাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ রোববার সন্ধ্যায় রোগী বহনকারী দুইটি ট্রলি উপহার দেওয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কামরাবাদ ইউনিয়ন শাখা ও উপজেলা ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে এ ট্রলি ২টি উপহার দেওয়া হয়।
ট্রলি দুটি গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী ও চিকিৎসা কর্মকর্তা রবিউল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কামরাবাদ ইউনিয়ন শাখা ও উপজেলা ব্লাড ডোনার ক্লাব সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার মান বৃদ্ধি করতে এ ট্রলি দুইটি বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারী এডভোকেট আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী, আবাসিক চিকিৎসা কর্মকর্তা রবিউল ইসলাম, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া, সরিষাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল, পৌর আমীর গোলাম রব্বানী, সেক্রেটারী আহম্মদ আলী, কামরাবাদ ইউনিয়ন শাখার সভাপতি মনোহর আলী, সেক্রেটারী আব্দুল মান্নান, উপজেলা ব্লাড ডোনার ক্লাবের সভাপতি ভিপি শহীদুল্লাহ, প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক শামীম হোসাইন, সহ-সভাপতি মোখলেসুর রহমান শাহীন প্রমুখ ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী বলেন, “দুটি সংগঠন থেকে দুটি রোগী বহনকারী ট্রলি উপহার পেয়েছি। সবাই যদি রোগীদের সেবায় এগিয়ে আসতো তাহলে রোগী সেবার মান আরো বৃদ্ধি পেত।”